দিল্লির কোলাহল ছেড়ে সোনারপুরের এক শান্ত ফ্ল্যাটবাড়ি।
সেখানে এক প্রাক্তন আর্মি ডোবারম্যান ‘বুলেট’-এর নতুন জীবন শুরু।
বন্ধু হল সাদা বিড়াল পুচিকেট, কাক কাকেশ্বর, পায়রা চুনু-মুনু, ইঁদুর ইন্দ্র-ইন্দ্রাণী আর ছাদে থাকা দুষ্টু পাখি মৌ।

পাশের ডুপ্লেক্সের গোল্ডেন রিট্রিভার সোনালী এক সকালে মৃত!
হিটস্ট্রোক? নাকি বিষ?
বুলেট জানে—এটা খুন।

ফিনাইলের গন্ধ, পাইপের ছায়া, ঠাকুরঘরের পুরনো রহস্য—সবটা জোড়া লাগাতে লাগল বুলেট।

এ এক বন্ধুত্ব, সাহস আর নিঃস্বার্থ ভালোবাসার উপাখ্যান।


Reviews
There are no reviews yet.